প্রতিষ্ঠাতার বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অপার কৃপায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার সৌভাগ্য তিনি আমাকে দান করেছেন। আমার হৃদয়ের গভীরে যে স্বপ্ন লালন করেছি, তা ছিল দ্বীনি শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবতা ও ইসলামের আলো ছড়িয়ে দেওয়া।
আমি বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু দুনিয়াবি সাফল্যের জন্য নয়, বরং আখিরাতের সফলতার জন্যও অপরিহার্য। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করাই প্রকৃত সফলতা। এই মাদ্রাসা যেন সেই মহান উদ্দেশ্য পূরণে অবদান রাখতে পারে, এটাই আমার একান্ত কামনা।
আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতে আরও অগ্রসর করেন এবং আমাদের পরবর্তী প্রজন্মকে কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান দান করেন।
হাজী আলতাফ হোসেন
প্রতিষ্ঠাতা, [মাদিনাতুল উলুম সুলাইমানিয়া বালক-বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা]
