পরিচালকের বাণী
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
আলহামদুলিল্লাহ! “মাদিনাতুল উলুম সুলাইমানিয়া বালক-বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা” দ্বীনি শিক্ষা ও মানবিকতার এক মিলনস্থল। এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষাঙ্গন নয়, বরং এটি এক নির্দিষ্ট লক্ষ্য, যেখানে আমরা সন্তানদের শুধু কিতাবী জ্ঞান নয়, বরং চরিত্র গঠন, আদব-আখলাক, এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের শিক্ষা দিচ্ছি।
আমাদের লক্ষ্য হল, এমন এক পরিবেশ সৃষ্টি করা, যেখানে শিক্ষার্থীরা শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করবে না, বরং সমাজে তাদের আধ্যাত্মিক এবং নৈতিক অবদান রাখতে সক্ষম হবে। আমাদের মাদ্রাসা থেকে যেন সত্যিকার অর্থে ইসলামের শান্তি, ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ে—এই কামনা করি।
এখানে প্রতিটি ছাত্রের জন্য শুধু লেখাপড়ার পরিবেশ নয়, বরং তাদের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করা হয়, যেখানে তারা নিজেকে দ্বীনের একজন খাঁটি সেবক হিসেবে তৈরি করতে পারে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ধাপে, প্রতিটি মুহূর্তে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি, এবং তা সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলার সাহায্য ও রহমতের প্রতি আমাদের বিশ্বাস অটুট।
আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এবং আমাদের মাদ্রাসাকে আজীবন দ্বীনের খেদমতে এক উজ্জ্বল বাতিঘর হিসেবে স্থাপন করেন।
আমীন।
আব্দুল হান্নান
পরিচালক
[মাদিনাতুল উলুম সুলাইমানিয়া বালক-বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা]
