ِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
নাজিমে ইমতেহানের বাণী
আলহামদুলিল্লাহ! “মাদিনাতুল উলুম সুলাইমানিয়া বালক-বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা” দ্বীনি শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা পালন করছে, যাতে শিক্ষার্থীরা কেবল ইলমে জ্ঞানী না হয়ে, বরং দ্বীনের খেদমতে সর্বদা নিয়োজিত থাকতে পারে।
নাজিমে ইমতেহান হিসেবে আমার লক্ষ্য এবং দায়িত্ব হলো—প্রতিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শুধু তাদের শেখা বিষয়বস্তু পরীক্ষিত না হয়ে, বরং তাদের আদব, নিষ্ঠা এবং দ্বীনের প্রতি আনুগত্যও নিশ্চিত করা। পরীক্ষার পরিবেশ যেন একদিকে যথাযথ মূল্যায়ন এবং অন্যদিকে আল্লাহ তাআলার প্রতি ভয় ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করে—এই ভাবনায় আমরা কাজ করে যাচ্ছি।
এখানে আমি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহ অনুসারে জীবন গঠনের তাওফিক দান করুন।
আমীন।
হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত
নাজিমে ইমতেহান
মাদিনাতুল উলুম সুলাইমানিয়া বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
